‘বেয়ারফুট ইন দ্য পার্ক’ সিনেমায় দুর্দান্ত কমেডি দক্ষতা থেকে শুরু করে ‘ডাউনহিল রেসার’-এ অস্তিত্ব সংকটের অভিব্যক্তি, কিংবা ‘বুচ ক্যাসিডি’ ও ‘জেরেমাইয়া জনসন’-এর কিংবদন্তি ওয়েস্টার্ন নায়কের চরিত্র—রবার্ট রেডফোর্ড সব কিছুতেই নিজেকে প্রমাণ করেছেন। অন্যদিকে পর্দার বাইরে তার সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যাল প্রতিষ্ঠা আমেরিকান স্বাধীন চলচ্চিত্রে বিপ্লব ঘটিয়েছিল। কিন্তু এই মহৎ কাজের আগেই তিনি দুই দশকেরও বেশি সময় ধরে হলিউডে অভিনয়ের মাধ্যমে এক অমর ক্যারিয়ার তৈরি করেছিলেন। ‘অর্ডিনারি পিপল’ দিয়ে পরিচালক হিসেবে অস্কার জেতা ছিল তার অভিনয়জীবনের আরেক অনন্য অধ্যায়। রেডফোর্ডের অভিনয় বৈচিত্র্যময়—কমেডি, রোমান্স, রাজনৈতিক থ্রিলার, ওয়েস্টার্ন, এমনকি এককভাবে টিকে থাকার লড়াই পর্যন্ত। তার অভিনয়ের শক্তি ছিল সংযমে। তিনি চরিত্রকে বাঁচাতেন, নিজেকে নয়। এখানে তুলে ধরা হলো অভিনেতা রবার্ট রেডফোর্ডের ১৫টি অনন্য ছবির সারসংক্ষেপ—১. দ্য টুইলাইট জোন (১৯৬২) সিনেমায় আসার আগে টেলিভিশন সিরিজেই...