চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীদের উদ্যোগে পরিচালিত ‘প্রদীপ’ স্কুলে সুবিধাবঞ্চিত শিশুদের বিভিন্ন শিক্ষা সামগ্রী প্রদান করেছে বসুন্ধরা শুভসংঘ চুয়েট শাখা। গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনে ‘প্রদীপ’ স্কুলের ৪১ জন সুবিধাবঞ্চিত শিশুর হাতে হোয়াইট বোর্ড, স্ট্যান্ড, মাদুরসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ চুয়েট শাখার সভাপতি ফাইয়াজ মুহাম্মদ কৌশিক, সহ-সভাপতি সুরাইয়া পারভীন প্রান্তিকা, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আল গালিব, অর্থ সম্পাদক নাজমুস সাকিব নাবিল, উদ্ভাবনী বিষয়ক সম্পাদক তুসার আহমেদ, কার্যকরী সদস্য আব্দুল্লাহ আবির, গোলাম মোস্তফা তানিম, তাফহিম রহমান ও লাইবা তাবাসসুমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। এ ছাড়া ‘প্রদীপ’ স্কুলের শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন। বসুন্ধরা শুভসংঘ চুয়েট শাখার সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আল গালিব বলেন, বসুন্ধরা শুভসংঘ চুয়েট শাখার উদ্যোগে...