১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪০ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪০ পিএম ফতুল্লা থানার সাবেক যুবদলের সভাপতি, সমাজসেবক ও রাজনীতিবিদ ইফতেখার আহমেদ ফরিদ আর নেই। ১৭ সেপ্টেম্বর বুধবার বিকেল সাড়ে ৪টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ইফতেখার আহমেদ ফরিদ নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানার সাবেক যুবদলের সভাপতি ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা বিএনপি গভীর শোক প্রকাশ করেছে এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে। তাঁর মৃত্যুতে নারায়ণগঞ্জের ফতুল্লা, ধর্মগঞ্জ এবং এনায়েতনগরের সর্বস্তরের মানুষ গভীরভাবে শোকাহত। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। মরহুমের জানাজার নামাজের সময় ও স্থান পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। সন্ত্রাসীদের এলোপাথারী কোপে মচিমহা...