রাজকীয় জাঁকজমকের মধ্য দিয়ে বুধবার যুক্তরাজ্যে শুরু হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় রাষ্ট্রীয় সফর। উইন্ডসর ক্যাসেলে তাকে স্বাগত জানান রাজা চার্লস, রানি ক্যামিলা, যুবরাজ উইলিয়াম ও কেট। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়াকে রাজকীয় বাহনে করে প্রাসাদের প্রাঙ্গণ প্রদক্ষিণ করানো হয়। সামরিক কুচকাওয়াজ ও আকাশে যুদ্ধবিমানের প্রদর্শনীসহ সাম্প্রতিক ইতিহাসে কোনও রাষ্ট্রপ্রধানকে দেওয়া সবচেয়ে বড় আনুষ্ঠানিক অভ্যর্থনা হিসেবে বর্ণনা করছে লন্ডন। ট্রাম্প বলেছেন, আমি ব্রিটেনকে ভালোবাসি। এটি এক বিশেষ স্থান। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার চান, এই সফর দুই দেশের বিশেষ সম্পর্ক আরও সুদৃঢ় করুক। তিনি ট্রাম্পের সঙ্গে বাণিজ্য, শুল্ক কমানো, ইউক্রেন ও ইসরায়েল নিয়ে আলোচনা করবেন। মাইক্রোসফট, এনভিডিয়া, গুগল ও ওপেনএআই ইতিমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি ও জ্বালানি খাতে ৩১ বিলিয়ন পাউন্ড বিনিয়োগের অঙ্গীকার...