বিসিবির সাবেক পরিচালক কাজী এনাম আহমেদকে যশোর ক্রীড়া সংস্থার অডহক কমিটির সদস্য করায় অবস্থান কর্মসূচি পালন করেছে জেলার ক্রীড়া সংগঠকরা। আজ বুধবার বেলা ১১ টার থেকে দুপুর ১টা পর্যন্ত যশোর শামসুল হুদা স্টেডিয়ামের আমেনা খাতুন গ্যালারির নিচে তারা এ কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে ক্রীড়া সংগঠকরা ছাড়াও সাবেক ও বর্তমান খেলোয়াড়রা অংশ নেয়। কর্মসূচি থেকে অনতিবিলম্বে কাজী ইনাম আহমেদের অপসারণের দাবি জানানো হয়। অন্যথায় যশোর ক্রীড়াঙ্গনের কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুশিয়ারি দেন নেতৃবৃন্দ। একই সাথে আগামিকাল বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলে জানানো হয়। যশোর ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহাতাব নাসির পলাশ বলেন, আজ আমরা এক হয়েছি যশোর ক্রীড়া সংস্থাকে বাঁচানোর জন্য। পলাতক সাবেক সংসদ কাজী নাবিলের ভাই কাজী এনাম আহমেদ বারবার বিশেষ পন্থায় বিসিবির পরিচালক...