অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে মাঠে গড়াতে চলেছে পাকিস্তান-আরব আমিরাত ম্যাচ। ভারতের বিপক্ষে ম্যাচে ‘হ্যান্ডশেক’ কাণ্ডে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটে নিয়ে অনেক জলঘোলা হয়েছে। তাকে অপসারণ না করলে এশিয়া কাপ থেকে সরে আসার দাবিও তোলে পিসিবি। শেষ পর্যন্ত এই ম্যাচেও ম্যাচ রেফারি হিসেবে পাইক্রফটই থাকছেন। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। পিসিবির এক বিবৃতিতে জানিয়েছে, আইসিসির ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট পাকিস্তান ক্রিকেট দলের ম্যানেজার ও অধিনায়কের কাছে ক্ষমা চেয়েছেন। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম ও ম্যাচ রেফারি পাইক্রফটের সঙ্গে টসে যোগ দেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট ইস্যুতে পাকিস্তান-আরব আমিরাত ম্যাচে মাঠে গড়াবে কি না এই নিয়ে ছিল শঙ্কা। শেষ পর্যন্ত শত...