এশিয়া কাপে পাকিস্তান-সংযুক্ত আরব আমিরাতের ম্যাচকে ঘিরে রীতিমতো নাটকীয় দৃশ্যের জন্ম হলো ম্যাচ শুরুর আগেই। সাধারণত টস হয় স্বাভাবিক নিয়মে, কিন্তু এবারের আসরে পাকিস্তানকে টস করতে হলো ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের সামনেই বিশেষ পরিস্থিতিতে। ঘটনাটি এতটাই অপ্রত্যাশিত ছিল যে, অনেক ভক্তই বিস্মিত হয়েছেন। তবে নাটকীয়তার পর টসে ভাগ্য হাসল না পাকিস্তানের দিকে। মুদ্রা নিক্ষেপে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আমিরাত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। ফলে সালমান আলী আগার নেতৃত্বাধীন দলকে শুরু করতে হচ্ছে ব্যাটিং দিয়ে।আরো পড়ুন:শেষ পর্যন্ত ১ ঘণ্টা দেরিতে মাঠে নামছে পাকিস্তান, ম্যাচ রেফারি ইস্যুতেই ঝড়‘বি’ ক্যাটাগোরিতে কত টাকা বেতন কমল বাবর-রিজওয়ানের? শেষ পর্যন্ত ১ ঘণ্টা দেরিতে মাঠে নামছে পাকিস্তান, ম্যাচ রেফারি ইস্যুতেই ঝড় ম্যাচটি দুদলের জন্যই কার্যত নকআউট সমান। কারণ, ‘এ’ গ্রুপে পাকিস্তান ও আমিরাত দুই দলই এর আগে দুটি...