প্রতিষ্ঠার ২৭ বছর পরও গণ বিশ্ববিদ্যালয়ে প্রাচীর নির্মাণ হয়নি। ফলে ৩২ একরের এ ক্যাম্পাস চারপাশ থেকেই উন্মুক্ত। কোনো সীমানা প্রাচীর না থাকায় বাইরের মানুষ যেকোনো সময় অবাধে প্রবেশ করতে পারেন। এ পরিস্থিতিতে আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন। শিক্ষার্থীরা আশঙ্কা করছেন, ভোটের দিন বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকানো না গেলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে। প্রশাসনের প্রতিশ্রুতির ইতিহাস দীর্ঘ। গত বছর শিক্ষার্থীদের আন্দোলনের সময় ঘোষণা দেওয়া হয়েছিল, ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা বসানো হবে, সীমানা প্রাচীরও শিগগির নির্মাণ শুরু হবে। মাপযোগ শেষ, এবার কাজ শুরু। তবে ১ বছর পার হলেও প্রাচীর হয়নি। বসানো হয়েছে কিছু ক্যামেরা। ক্যামেরা কি প্রাচীরের বিকল্প হতে পারে, প্রশ্ন শিক্ষার্থীদের? শিক্ষার্থীরা উদাহরণ টানছেন, গত বছর ১৮ জুলাইয়ের ঘটনার। বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে স্থানীয়...