কারিগরি আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ইমামুল হোসেন বলেন, পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। সরকার এ সমস্যার যৌক্তিক সমাধান করুন। তা না হলে বিএসসি ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সঙ্গে বড় ধরনের সমস্যার মুখোমুখি হবে। তখন এর দায় কিন্তু সরকারকে নিতে হবে। শিক্ষার্থীরা জানান, প্রকৌশল অধিকার আন্দোলন থেকে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করা ও গলা কেটে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের তিন দফা দাবির বিপক্ষে পরিচালিত সকল কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে। কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক ছয় দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। ইঞ্জিনিয়ারিং ওয়ান-চ্যানেল এডুকেশন চালু করতে হবে। সংগঠনটির যশোরের সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক তানভির আহমেদ রোমেল বলেন, ছয়...