চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে ইংলিশ জায়ান্ট নিউক্যাসেলের মুখোমুখি হবে বার্সেলোনা। কাতালান ক্লাবটির মাঠে নামার আগেই দুঃসংবাদ পেয়েছে। দলে জায়গা পাননি তরুণ স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল। ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় তাকে ছাড়াই ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসরে মাঠে নামবে বার্সেলোনা। আগামীকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিনগত রাত ১টায় নিউক্যাসেলের মুখোমুখি হবে বার্সেলোনা। ম্যাচটি অনুষ্ঠিত হবে নিউক্যাসেলের মাঠ সেন্ট জেমস পার্কে। এই ম্যাচের জন্য ঘোষিত ২২ সদস্যের দলে ১৮ বছর বয়সী উইঙ্গার ইয়ামাল নেই। ইয়ামালের মাঠে নামা নিয়ে আগে থেকেই শঙ্কা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত সেটিই সত্যি হল। চলতি মাসের শুরুতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে স্পেনের জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন ইয়ামাল। তখন থেকেই হালকা চোটে ভুগছিলেন তিনি। এরপর ব্যথানাশক নিয়ে ম্যাচে খেলায় তার ইনজুরি আরও বাড়ে। জাতীয় দলের ক্যাম্প...