নারায়ণগঞ্জ নগরে যানজট নিরসনের দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবী ও শিক্ষার্থীদের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইক চালকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে ইজিবাইক চালকরা ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। বুধবার দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের চাঁদমারী এলাকায় এ ঘটনায় ঘটে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন পুলিশ। ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি মোতায়েনের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে উভয়পক্ষকে নিয়ে বৈঠকে বসেন জেলা প্রশাসক। বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও উপস্থিত ছিলেন। বিকেল ৫টার দিকে বৈঠক শেষে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠনের আশ্বাস দেন এবং...