বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের পরে হবে এই সংস্থার নির্বাচন। বুধবার সেনাসদরের মাল্টিপারপাস কমপ্লেক্সে বিওএ সভাপতি ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগের সভায় চলতি বছর নভেম্বরে নির্বাচন হওয়ার কথা ছিল। বিষয়টি নিশ্চিত করে বিওএর উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু বলেন, ‘নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে যে, আগামী জাতীয় সংসদের নির্বাচন ও অ্যাডহক কমিটি থাকায় ক্রীড়া ফেডারেশনগুলোতে নির্বাচিত কমিটি আসার পরই বিওএর নির্বাচন অনুষ্ঠিত হবে। কারণ অ্যাডহক কমিটির সদস্যদের দ্বারা নির্বাচিত বিওএর কমিটির নির্বাচন হতে পারে না। এটা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) নির্দেশনা।’ অক্টোবরে বাহরাইনে এশিয়ান ইয়ুথ গেমস. নভেম্বরে সৌদি আরবে ইসলামিক সলিডারিটি গেমস এবং জানুয়ারিতে পাকিস্তানে সাউথ এশিয়ান গেমসের জন্য বিভিন্ন ফেডারেশনের ক্যাম্প চলছে।...