গাজীপুরের শ্রীপুর পৌরসভায় ২০১৯-২০ অর্থবছরে প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে সুপেয় পানি সরবরাহ প্রকল্পের কাজ শুরু করে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রকল্পটি তদারকি করে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ। ২০২১-২২ অর্থবছরে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও শেষ হয় ২০২৩-২৪ অর্থবছরে। এরপরও সুপেয় পানি পাচ্ছে না শ্রীপুর পৌরবাসী। এই প্রকল্পে শ্রীপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে ১৩৮ কিলোমিটার পাইপলাইন স্থাপনে ব্যয় হয়েছে ১৫ কোটি আট লাখ ৬৭ হাজার ১৯ টাকা। ১০টি পাম্প হাউস বসাতে ব্যয় হয় আট কোটি ৫৭ লাখ ৫৬ হাজার ৪৪৭ টাকা। প্রকল্পটির পাইপলাইন স্থাপনের কাজ করে মনিরা ট্রেডার্স আর পাম্প হাউস বসানোর কাজ করে জিলানী ট্রেডার্স। এরপর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পৌর কর্তৃপক্ষের কাছে প্রকল্পটি বুঝিয়ে দেয়। কিন্তু আজও এই প্রকল্প থেকে সুপেয় পানি পাচ্ছে না পৌরবাসী। এমনটাই দাবি পৌরসভার বাসিন্দাদের। পৌরসভার...