সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের ভারতীয় সীমান্ত থেকে ছয় বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা। আজ বুধবার দুপুরে সীমান্তবর্তী মারডাঙ্গা ও হরিণটানা খাল থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃতদের মধ্যে রাশিদুল ইসলাম শ্যামনগর উপজেলার কালিঞ্চি গ্রামের মান্নান বরকন্দাজের ছেলে ও আতাউর রহমান টেংরাখালী গ্রামের শামসুর রহমানের ছেলে। তবে অপর ৪ জেলের নাম-পরিচয় এখনো জানা যায়নি। শ্যামনগরের টেংরাখালী গ্রামের নুরুল হক জানান, দুদিন আগে বনবিভাগের পাস (অনুমতিপত্র) নিয়ে তারা তিনজন সুন্দরবনে যান। বুধবার বেলা ১১টার দিকে ভারতীয় বড় একটি বোট নিয়ে এসে জলদস্যুরা তাদের অপহরণের চেষ্টা চালায়। এসময় তারা তিনজন নৌকা ছেড়ে বনের মধ্যে পালিয়ে গেলে দস্যুরা শুধু নৌকা নিয়ে চলে যায়।শ্যামনগরের টেংরাখালী গ্রামের ওয়েজকুরুনি জানান, তারা অন্য জেলেদের সাথে মারঢাঙ্গা খালে মাছ ধরছিল। এসময় ৯ সদস্যের জলদস্যু দলটি সেখানে পৌঁছে দুই নৌকা থেকে...