ঢাকায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স–সিডিএ) ট্রেসি অ্যান জ্যাকবসন গতকাল মঙ্গলবার চট্টগ্রামের জহুরুল হক বিমানঘাঁটিতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে প্যাসিফিক অ্যাঞ্জেল ২৫–৩ মহড়া পর্যবেক্ষণ করেন। দুর্যোগ মোকাবিলা ও মানবিক ত্রাণ সহায়তা কার্যক্রম জোরদার ও আঞ্চলিক অংশীদারত্ব বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে গত সোমবার এই মহড়া শুরু হয়েছে। সপ্তাহব্যাপী মহড়ায় যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ৯২ জন, বাংলাদেশ বিমানবাহিনীর ৯০ জন সদস্য, শ্রীলঙ্কা বিমানবাহিনীর দুজন চিকিৎসাকর্মী, ওরেগন এয়ার ন্যাশনাল গার্ড এবং আঞ্চলিক সহযোগী অংশীদারেরা অংশ নিয়েছেন। ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায় আজ বুধবার এক ই–মেইলে বলেছেন, প্যাসিফিক অ্যাঞ্জেল মহড়ার মাধ্যমে প্রতিরক্ষা সহযোগিতা এগিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ। এই মহড়ার মূল লক্ষ্য চিকিৎসা প্রস্তুতি, বিমান নিরাপত্তা, প্রকৌশল সহায়তা এবং দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমে সহযোগিতা বৃদ্ধি করা। মার্কিন দূতাবাসের মুখপাত্র আরও বলেন, প্যাসিফিক অ্যাঞ্জেল...