আওয়ামী লীগ সরকার বিচার বিভাগকে ব্যবহার করে পরিকল্পিতভাবে সরকারি চাকরিতে কোটাপ্রথা পুনর্বহাল করে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আরও বলেছেন, গত বছরের ১৪ জুলাই তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ ‘রাজাকারের নাতিপুতি’ অভিহিত করে আন্দোলনকারীদের ওপর আক্রমণের বৈধতা দেন। জুলাই- আগষ্টে সংঘটিত ব্যাপক হত্যাকান্ড, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় বৃহস্পতিবার শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য দেন তিনি। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত দুই বিচারকের ট্রাইব্যুনালে তার জবানবন্দি রেকর্ড করা হয়। নাহিদ ইসলাম এ মামলার ৪৭ তম সাক্ষী। বুধবার বেলা ২টা ৪৫ মিনিটে ট্রাইব্যুনালে আসেন নাহিদ। ২টা ৫৪ মিনিটে তিনি জবানবন্দি শুরু করেন। বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত তার জবানবন্দি গ্রহণ...