বিএনপি জানিয়েছে, জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি করা উচিত হবে না। দলটির বক্তব্য, এমন সিদ্ধান্ত নেওয়া হলে পরে তা চ্যালেঞ্জ হতে পারে। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ দলের অবস্থান তুলে ধরেন। জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর এ ছিল শেষ আলোচনার সুযোগ। আলোচনায় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে দলগুলোর সামনে বিশেষজ্ঞ প্যানেলের তিনটি বিকল্প উপস্থাপন করা হয়— সাংবিধানিক আদেশ জারি করে তাৎক্ষণিকভাবে সংস্কার কার্যকর করা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একদিনে গণভোট আয়োজন করা। নির্বাচনের পরে গণভোটের ফলাফলের ভিত্তিতে জনগণের রায় অনুযায়ী পূর্ব নির্ধারিত তারিখ থেকে তা কার্যকর করা। জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, “জুলাই ঘোষণাপত্রের ২২ দফা অনুযায়ী জনগণের অভিপ্রায়ের কথা উল্লেখ আছে। প্রশ্ন...