জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জাতীয় মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আংশিক জবানবন্দি দিয়েছেন। ৪৭তম সাক্ষী হিসেবে নাহিদ ইসলামের জবানবন্দিতে উল্লেখ করা হয়েছে, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ এবং ‘রাজাকারের নাতিপুতি’ আখ্যায়িত করার মাধ্যমে সারা দেশের ছাত্রছাত্রীদের অপমানিত করেছেন। নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় ২০২৪ সালের ১৪ জুলাই শেখ হাসিনা একটি সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন। তাঁর বক্তব্য আন্দোলনকারীদের ওপর আক্রমণের বৈধতা দেয়, কারণ সরকারের বিরুদ্ধে ন্যায্য আন্দোলন করলে প্রায়ই ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ আখ্যা দিয়ে তাদের আন্দোলনের ন্যায্যতা নস্যাৎ করা হতো। এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেন। নাহিদ ইসলাম আরও বলেন, ১৭ জুলাই ডিজিএফআই আন্দোলনকারীদের কর্মসূচি প্রত্যাহার করতে এবং সরকারের সঙ্গে সংলাপের জন্য...