ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে ফেরার পরদিনই বিধ্বংসী ব্যাটিংয়ে নিজেকে মেলে ধরলেন স্মৃতি মান্ধানা। অস্ট্রেলিয়ার বিপক্ষে উপহার দিলেন চমৎকার এক সেঞ্চুরি। মেয়েদের ওয়ানডেতে ওপেনারদের মধ্যে সবচেয়ে বেশি শতকের রেকর্ডে ভাগ বসালেন ভারতীয় তারকা। নিউ চান্ডিগাড়ে বুধবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে একাই টানেন মান্ধানা। ৪টি ছক্কা ও ১৪টি চারে ৯১ বলে ১১৭ রানের ইনিংস খেলেন বাঁহাতি ব্যাটসম্যান। তিনি ছাড়া ফিফটি ছুঁতে পারেননি স্বাগতিকদের আর কেউ। ১০৭ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এটি মান্ধানার দ্বাদশ সেঞ্চুরি। সবগুলোই করেছেন তিনি ইনিংস শুরু করতে নেমে। এই সংস্করণে ওপেনারদের মধ্যে তার চেয়ে বেশি শতক নেই কারো। নিউ জিল্যান্ডের সুজি বেটস ও ইংল্যান্ডের ট্যামি বাউমন্ট ১২ বার করে পেয়েছেন তিন অঙ্কের স্বাদ। মেয়েদের ওয়ানডেতে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড থেকে আর তিনটি দূরে মান্ধানা। সর্বোচ্চ ১৫টি শতক অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী...