চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে মোট ২৩২ পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১ হাজার ১৬২ প্রার্থী। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের ২৬টি পদের জন্য মনোনয়ন সংগ্রহ করেছেন ৫২৮ প্রার্থী। আর ১৪টি হল ও একটি হোস্টেলের ২০৬টি পদে মনোনয়ন নিয়েছেন ৬৩৪ জন। এ ছাড়া মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৩৭১ জন প্রার্থী।বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই তথ্য জানিয়েছেন চাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক একেএম আরিফুল হক সিদ্দিকী।নির্বাচন কমিশনের দেওয়া তথ্য মতে, বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য ৯টি হল ও ছাত্রীদের জন্য পাঁচটি হলসহ একটি হোস্টেল মিলিয়ে ১৫টি হল সংসদে ২০৬টি আসনের বিপরীতে ৬৩৪ প্রার্থী মনোনয়ন নিয়েছেন। ছাত্রদের হলগুলোর মধ্যে সবচেয়ে বেশি মনোনয়ন নিয়েছেন সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থীরা। আর ছাত্রীদের হলগুলোর মধ্যে বিজয় ২৪ হলের শিক্ষার্থীরা।ছাত্র হলে কতজন :এএফ রহমান হলে...