অনিশ্চয়তা কেটে গড়াচ্ছে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত ম্যাচ। ম্যাচ রেফারিকে অ্যান্ডি পাইক্রফটকে অপসারণ চেয়ে মাঠে আসতে গড়িমসি করেছিল পাকিস্তান। তাতে খেলা পেছানো হয়েছে এক ঘণ্টা। বাংলাদেশ সময় রাত নয়টায় হওয়া টসে জিতে পাকিস্তানকে ব্যাটে পাঠিয়েছে আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান ম্যাচে অ্যান্ডি পাইক্রফটের ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালনের কথা। দুদফায় তাকে দায়িত্ব থেকে অপসারণের জন্য আবেদন করেছে পিসিবি। ম্যাচ পরিচালনার দায়িত্বে পাইক্রফটই থাকছেন। পিসিবি দাবি করছে, ক্ষমা চেয়েছেন পাইক্রফট। বিবৃতি দিয়ে পিসিবি জানিয়েছে, ভুল বোঝাবুঝির জন্য ম্যাচ রেফারি পাইক্রফট পাকিস্তান ক্রিকেট দলের ম্যানেজার এবং অধিনায়কের কাছে ক্ষমা চেয়েছেন। িএছাড়া আইসিসি ১৪ সেপ্টেম্বরের ম্যাচ চলাকালীন আচরণবিধি লঙ্ঘনের তদন্ত পরিচালনা করতে সম্মতি দিয়েছে।’ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় খেলা গড়ানোর কথা ছিল। একঘণ্টা পিছিয়ে এখন...