সরকারি জিয়া মহিলা কলেজ, ফেনীতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাহাবুবুল করিম। কলেজের সহকারী অধ্যাপক ও নবীন বরণ কমিটির আহ্বায়ক মিথুন চন্দ্র দত্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আহাম্মদ হোসেন এবং শিক্ষক পরিষদের সম্পাদক মো. ইকরাম হোসেন। অনুষ্ঠান শুরু হয় নবাগত ছাত্রীদের ফুল ও কলম দিয়ে বরণ করে। এরপর কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরা নবীনদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এতে সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. নাজমুছ সাকিব ও ফাতেমাতুজ জোহরা যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন। প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাহাবুবুল...