রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মশা নিধন কার্যক্রম শুরু করেছে বছিলা অনলাইন সোশ্যাল প্ল্যাটফর্ম।বুধবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৩নং ওয়ার্ডের বছিলার আশপাশের এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।‘আশপাশ রাখুন পরিষ্কার, মশা মুক্ত হউক পরিবার’ স্লোগানে এ মশা নিধন কার্যক্রম চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ রশিদ, আহ্বায়ক আতিকুল ইসলাম মিঠু, সদস্য সচিব শিহাব তালুকদারসহ ডিএনসিসির মশা নিধন টিমের সদস্যরা।এম এ রশিদ বলেন, গত তিন দিন ধরে এ কার্যক্রম চলমান থাকায় এলাকাবাসী স্বাগত জানিয়েছে এবং মশা থেকে স্বস্তি পেয়েছে। সবাই সহযোগিতা করলে এ কার্যক্রম আরও সফলভাবে পরিচালনা করা সম্ভব হবে।আতিকুল ইসলাম মিঠু বলেন, সপ্তাহে ২ দিন করে মশা নিধন কার্যক্রম চলবে এবং মশা নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এটি চলমান থাকবে।মশা নিধন...