সৌদি আরবে বাংলাদেশের নবনিযুক্ত কনস্যুলেট জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স এসোসিয়েশন সৌদিআরব পশ্চিমাঞ্চলের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (মঙ্গলবার) কনসাল জেনারেল এর কার্যালয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নবনিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন সৌদি আরবের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন ও বাংলাদেশের পর্যটন শিল্পে সৌদি নাগরিকদের বিনিয়োগ, গার্মেন্টস,আম, বেভারেজ, পাটজাত পণ্য, লেদার সামগ্রী ও ঔষধ সৌদি আরবে রপ্তানির যে সম্ভাবনা উন্মোচিত হয়েছে তাকে কাজে লাগিয়ে দুই দেশের সম্পর্ককে আরো গতিশীল করতে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা তিনি কামনা করেন। জেদ্দা বাংলাদেশ কনসুলেট সব সময়ই প্রবাসীদের সেবা দিতে বদ্ধপরিকর, তিনি প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর জন্য অনুরোধ করেন। তিনি আরও বলেন বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য। উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন পরামর্শ তিনি মনোযোগ সহকারে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ...