চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে আগামীকাল প্যানেল ঘোষণা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই-আগস্ট গণভ্যুত্থানোত্তর গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বহুল আকাঙ্ক্ষিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন-২০২৫ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেল ঘোষণা করবে। কাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে ছাত্রদলের প্যানেল ঘোষণা করা হবে। এতে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। এছাড়া কেন্দ্রীয় সংসদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দ এতে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। চাকসু নির্বাচনে অংশ নিতে বিভিন্ন ছাত্রসংগঠন আগামীকাল তাদের...