চ্যালেঞ্জ কাপ ফুটবল দিয়েই শুরু হচ্ছে ঘরোয়া মৌসুম। শুক্রবার কুমিল্লার ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে লড়াইয়ে নামছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।প্রতিপক্ষ প্রিমিয়ার লিগের শক্তিশালী দল মোহামেডান স্পোর্টিং। শিরোপা জয়ের দৌড়ে দুই দলই সমানভাবে মরিয়া থাকলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন কিংসরা। বুধবার বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কিংস অধিনায়ক তপু বর্মণ জানান, শিরোপা ধরে রাখাই তাদের মূল লক্ষ্য। তিনি বলেন, ‘গত বছর চ্যালেঞ্জ কাপে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। এবার দলের সবাই সুস্থ আছে, কেউ চোটগ্রস্ত নয়। কোচ আমাদের যেভাবে নির্দেশনা দিচ্ছেন, আমরা সে অনুযায়ী খেলব। ম্যাচ কঠিন হবে, তবে আমরা মানসিকভাবে জয়ের জন্যই মাঠে নামব। ’ নতুন আর্জেন্টাইন কোচ মারিও গোমেজকেও সামনে রেখে আশাবাদী তপু। তার ভাষায়, ‘কোচ খেলোয়াড়দের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন। তার ফুটবল দর্শন ভিন্ন ধরনের। শুক্রবারের ম্যাচেই সেটা প্রতিফলিত হবে।...