‘নাবা এগ্রো ট্রেড ইন্টারন্যাশনালের’ নামে ইসলামী ব্যাংক থেকে ৩৬৩ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম মাসুদ, নাবিল গ্রুপের মালিক আমিনুল ইসলাম, ইসলামী ব্যাংক বোর্ড অব ডিরেক্টরসের সাবেক চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান, নির্বাহী কমিটির সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন ও ইসলামী ব্যাংকের কর্মকর্তাসহ মোট ৪৩ জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করা হয় বলে কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন জানিয়েছেন। মামলা নম্বর: ২৬।আরো পড়ুন:লক্ষ্মীপুরে মামলায় জড়ানোর প্রতিবাদ ভুক্তভোগী পরিবারেরবরিশালে বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার ৭ লক্ষ্মীপুরে মামলায় জড়ানোর প্রতিবাদ ভুক্তভোগী পরিবারের দুদকের কমিশনের মহাপরিচালক জানান, আসামিদের বিরুদ্ধে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি গুলশান শাখার গ্রাহক 'নাবা এগ্রো ট্রেড ইন্টারন্যাশনাল' নামক নামসর্বস্ব...