আইইএলটিএস ছাড়া ভর্তি ও স্কলারশিপ:ডিএসইউ স্কলারশিপের সবথেকে বড় সুবিধা হচ্ছে আইইএলটিএস ছাড়াই আবেদনের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। এ ক্ষেত্রে আইইএলটিএস বাধ্যতামূলক নয়। শুধু ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণপত্র দিয়েই প্রার্থী ভর্তি ও স্কলারশিপ উভয়ই নিশ্চিত করার সুযোগ পাবেন। পড়ালেখার বিষয়গুলো:স্কুল অব এক্সারসাইজ অ্যান্ড স্পোর্ট সায়েন্সেস, মেডিসিন অনুষদ, ভেটেরিনারি মেডিসিন অনুষদ, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদ, আইন অনুষদ, স্কুল অব ল্যাঙ্গুয়েজ মেডিয়েশন অ্যান্ড ইন্টারকালচারাল কমিউনিকেশন, হিউম্যানিটিজ অনুষদ, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ, ইঞ্জিনিয়ারিং, কম্পিউটারবিজ্ঞান, ফার্মেসি অনুষদ, কৃষি ও খাদ্যবিজ্ঞান অনুষদ। শর্তাবলি:ডিএসইউ স্কলারশিপের জন্য ইতালিয়ান ও আন্তর্জাতিক শিক্ষার্থী উভয়ই আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে যেসব প্রোগ্রামগুলো ভর্তির সুযোগ থাকছে তা হলো- স্নাতক ডিগ্রি (তিন বছর মেয়াদি, প্রথম স্তর), সিঙ্গেল–সাইকেল মাস্টার্স ডিগ্রি (পাঁচ বা ছয় বছর মেয়াদি, প্রথম ও দ্বিতীয় স্তর একত্র), সাধারণ মাস্টার্স ডিগ্রি...