চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের বর্ধিত দিন বুধবার ফরম নিয়েছেন আরও ৩৯ জন। এ নিয়ে মোট ৫২৮ জন কেন্দ্রীয় সংসদের নির্বাচনের মনোনয়ন ফরম তুলেছেন। শেষ দিনে হল সংসদ নির্বাচনেও আরও ৩৪ জন মনোনয়ন ফরম নিয়েছেন। ফলে হল সংসদে প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহীদের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৬২ জনে। চাকসু ও হল সংসদ নির্বাচনের কমিশনের সদস্য সচিব অধ্যাপক আরিফুল হক সিদ্দিকী বুধবার এ তথ্য দিয়েছেন। চাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন ছিল মঙ্গলবার। অপরদিকে জমাদানের শেষ সময় ছিল বুধবার। কিন্তু বুধবার সকালে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান মনোনয়ন ফরম সংগ্রহ ও বিতরণের জন্য দুদিন সময় বাড়ানোর আবেদন করেন। পরে নির্বাচন কমিশন জরুরি বৈঠক ডেকে ফরম সংগ্রহ ও জমার সময় একদিন করে বাড়ানোর সিদ্ধান্ত...