বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (প্রশাসন) মো. মোমিনুল ইসলামের বিরুদ্ধে ‘প্রকাশ্য অনুসন্ধান’ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, “তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আমলে নিয়ে প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে কমিশনের বিশেষ তদন্ত অনুবিভাগকে।” দুদকের অভিযোগ অনুযায়ী, ভারপ্রাপ্ত পরিচালক (প্রশাসন) থাকাকালে মোমিনুল ইসলাম বিমানের কেন্দ্রীয় তদন্ত শাখা থেকে নিজের চাকরিচ্যুতির দুটি তদন্ত প্রতিবেদন (২০০৬ ও ২০২২ সালের) গায়েব করে দেন। অভিযোগে বলা হয়েছে, দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থে তিনি বিলাসবহুল বাড়ি, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স ও শেয়ার ব্যবসাসহ অবৈধ সম্পদের মালিক হয়েছেন। এমনকি ঢাকা-কুষ্টিয়া রুটে তার মালিকানায় প্রায় ১০ কোটি টাকার সাতটি শীতাতপ নিয়ন্ত্রিত ‘সুপিরিয়র কোচ’ থাকার অভিযোগও রয়েছে। দুদকের অভিযোগ, পরিচালক (প্রশাসন)...