চট্টগ্রাম:চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মনোনয়ন বিতরণের সময় একদিন বাড়ানো হয়। বুধবার (১৭ সেপ্টেম্বর) বর্ধিত দিনে ফরম সংগ্রহ করেছেন আরও ৭৩ জন।এনিয়ে মোট ১ হাজার ১৬২ জন বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানান চাকসু নির্বাচনের সদস্য সচিব অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকী। তিনি জানান, এখন পর্যন্ত মোট ১ হাজার ১৬২ জন মনোনয়ন সংগ্রহ করেছে।মঙ্গলবার মনোনয়ন সংগ্রহের শেষ সময় থাকলেও ছাত্রদের আবেদনের প্রেক্ষিতে একদিন সময় বাড়ানো হয়। আজ (বুধবার) বিকেল ৫টা পর্যন্ত ছিল মনোনয়ন সংগ্রহের সময়। বর্ধিত দিনে আরও ৭৩ জন মনোনয়ন সংগ্রহ করেন। এছাড়া মোট ৩৭১ জন প্রার্থী তাদের মনোনয়ন ফরম জমা দেন। আশা করছি আগামীকাল শেষ দিনে নির্ধারিত সময়ে বাকিরাও তাদের মনোনয়ন জমা...