এতে বিভিন্ন ডিপ্লোমা শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। এতে বক্তব্য রাখেন- শিক্ষার্থী আশা আক্তার, মোছা. শিফা, রুবেল মিয়া প্রমুখ। আন্দোলনকারীরা জানান, বিএসসি ডিগ্রিধারীরা অযৌক্তিকভাবে ৩ দফা দাবিতে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তাদের এ কর্মসূচি বন্ধ করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। একইসঙ্গে কারিগরি ছাত্র আন্দোলনের ৬ দফা দাবি দ্রুতই বাস্তবায়নের দাবি করছি। এর আগে ডিপ্লোমা শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে রাবনা বাইপাসে গিয়ে সমবেত হয়। আন্দোলনের ফলে মহাসড়কের উভয় পাশে অন্তত আট কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। এতে শত শত যানবাহন আটকে মানুষের চরম ভোগান্তি পোহাতে হয়। বিএসসি ডিগ্রিধারীদের অযৌক্তিক ৩ দফা দাবির প্রতিবাদ ও কারিগরি ছাত্র আন্দোলনের উত্থাপিত ৬ দফা দাবি বাস্তবায়নে ঢাকা-টাঙ্গাইল-যমুনা...