এশিয়া কাপের ১৭তম আসর চলছে। টুর্নামেন্টের চলতি আসরের ১০ম ম্যাচে আজ মুখোমুখি পাকিস্তান-আরব আমিরাত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইতোমধ্যে টস হয়েছে। টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে স্বাগতিক আরব আমিরাত। পাকিস্তান অধিনায়ক সালমান আগা ও সংযুক্ত আরব আমিরাত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিমের সঙ্গে টস করতে মাঠে নেমেছেন অ্যান্ডি পাইক্রফট। এই ম্যাচ রেফারির অপসারণের দাবি জানিয়েছে পাকিস্তান। আইসিসি তা আমলে নেয়নি। টসের কিছুক্ষণ আগে পিসিবি জানিয়েছে, যে ঘটনার জেরে তার অপসারণ চাওয়া হয়েছিল, সে বিষয়ে ক্ষমা চেয়েছেন পাইক্রফট। এই ম্যাচ খেলা নিয়ে অনেক নাটকীয়তার জন্ম হয়। মূলত ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচে পাকিস্তানিদের নিয়ে ভারতীয়দের অবজ্ঞা আর অবহেলার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়। ভারত-পাকিস্তান ম্যাচে ভারতীয়রা টসের পর পাকিস্তানের অধিনায়কের সাথে হ্যান্ডশেক করেনি। খেলা শেষেও পাকিস্তানিদের সাথে হ্যান্ডশেক না করে সোজা ড্রেসিংরুমে...