জামালপুরে পৃথক দুটি ধর্ষণ মামলার রায়ে আবু সাইদ রবিন নামে এক ধর্ষককে যাবজ্জীবন কারাদণ্ড ও ১৪ বছরের সশ্রম কারাদণ্ডসহ আড়াই লাখ টাকা জরিমানা করেছেন আদালত। বুধবার দুপুরে জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামি আবু সাইদ ওরফে রবিন জামালপুর সদরের তুলশীরচর গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২১ সালের ৬ ফেব্রুয়ারি প্রতিবেশী এক কিশোরীকে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে রবিন। এ মামলায় ৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামিকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেন। একই মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৭ ধারায় আসামি রবিনকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও...