রাজধানীর রমনা মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক এনায়েত করিম চৌধুরী ও তার প্রধান সহযোগী গোলাম মোস্তফা আজাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন। এর আগে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক আক্তার মোর্শেদ আসামিদের হাজির করে ৭ দিন রিমান্ডে নিতে আবেদন করেন। গত ১৩ সেপ্টেম্বর এনায়েত করিম চৌধুরী ও গোলাম মোস্তফা আজাদকে গ্রেপ্তার করে বিশেষ ক্ষমতা আইনের মামলায় কারাগারে পাঠান আদালত। মামলার এজাহার থেকে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় রাজধানীর মিন্টো রোডের মন্ত্রিপাড়া এলাকায় প্রাডো গাড়িতে আরোহণ করে সন্দেহজনক চলাচল করতে দেখা যায় আসামি এনায়েত করিম চৌধুরীকে। এ সময় তার গাড়ি থামানো...