শিউলি ফুটেছে, সাদা কাশবনে সেজেছে প্রকৃতি। শুভ্র শরতের স্নিগ্ধতা চলছে। প্রকৃতির এমন মুগ্ধ নিপুণতা জানান দিচ্ছে, শারদীয় দুর্গাপূজা আর বেশিদিন দূরে নয়। আকাশে সাদা মেঘের ভেলা, মন মাতানো কাশফুল আর শিউলি ফুলের মাতাল গন্ধে জগৎজননী মহামায়ার আগমন উপলক্ষ্যে উৎসব-আনন্দে মুখর হবে সকলেই। আগামী পঞ্চমী তিথিতে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। শিশিরভেজা দূর্বাঘাসের ওপর ঝরেপড়া শিউলী ফুল কুড়ানোর সময় মাতৃবন্দনায় মিলিত হবেন মাতৃভক্তরা। ইতিমধ্যেই শিল্পীদের দক্ষ হাতে পূর্ণরূপে ফোটে উঠেছে দৃষ্টিনন্দন অধিকাংশ প্রতিমা। সারা দেশের মতো সিলেটেও চলছে প্রতিমা গড়ার কাজ। প্রতিমা শিল্পীরা ব্যস্ত সময় পার করছেন, দেবী দুর্গা আসছেন অন্ধকারাচ্ছন্ন পৃথিবীকে আলোকিত করতে। ঢাক, ঢোল, শঙ্খধ্বনি ও উলুধ্বনি দিয়ে ভক্তরা অধীর আগ্রহে দেবী দুর্গাকে বরণ করতে অপেক্ষা করছেন। ত্রিনয়নী দশভুজা দেবীর আগমনে সনাতন ধর্মের...