চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে সর্বমোট ১ হাজার ১৬২ জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন কার্যালয় থেকে এমন তথ্য জানা গেছে। চাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে ৫২৮টি এবং হল সংসদে ৬৩৪টি মনোনয়ন ফরম বিক্রি করেছে নির্বাচন কমিশন। আজ বুধবার কেন্দ্রীয় সংসদে ১২৫টি এবং হল সংসদে ২৪৬টিসহ মোট ৩৭১টি মনোনয়নপত্র জমা পড়েছে। আগামীকাল (১৮ সেপ্টেম্বর) শেষদিনের মতো মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা। বিকাল ৫টা পর্যন্ত চলবে মনোনয়ন ফরম জমাদান কার্যক্রম। চাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী বলেন, গতকাল (১৬ সেপ্টেম্বর) মনোনয়নপত্র বিতরণের সর্বশেষ দিন থাকলেও শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বুধবার (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত মনোনয়ন বিতরণের সময় বাড়ানো হয়। একইসঙ্গে আজ ফরম জমা দেওয়ার সর্বশেষ সময় থাকলেও আগামীকাল (১৮ সেপ্টেম্বর) পর্যন্ত...