ঢাকা : কেরিয়ারের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে অধিক আলোচনায় থাকেন মালাইকা আরোরা। আরবাজ খানের সঙ্গে তাঁর ডিভোর্স হোক বা হাঁটুর বয়সী অর্জুন কাপুরের সঙ্গে প্রেম-বিচ্ছেদ, মালাইকাক নিয়ে চর্চা যেন থামে না! যদিও ট্রোলারদের কোন ও দিনই পাত্তা দেন না অভিনেত্রী।সাহসী,স্পষ্টবাদী মালাইকা হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাত্কারে সম্প্রতি মুখ খুলেছেন যে বড্ড সাহসী এবং স্পষ্টবাদী হওয়ার জেরে আজীবন কোন কোন সমস্যার সম্মুখীন হয়েছেন তিনি। নিজের নামের সঙ্গে ওতোপ্রোত ভাবে জড়িয়ে থাকা এই ট্যাগকে নিয়ন্ত্রণ করা কতটা কঠিন ছিল?পিছনে ফিরে তাকিয়ে মালাইকা বলেন তাঁকে ঘিরে তৈরি সমালোচনা এবং মানুষের জাজমেন্ট নিয়ে একটা সময় তিনি মাথা ঘামানো বন্ধ করে দেন। জানান, ‘নিজেকে নিজের কাছে আর ব্যাখ্যা করার প্রয়োজন বোধ করি না। এটি কঠিন ছিল কারণ লোকেরা আপনাকে জ্ঞান দিতে পছন্দ করে যে আপনার...