সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বাতিলের দাবিকে উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর বলে মনে করছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি জানিয়েছে, এ ধরনের দাবির মাধ্যমে সমাজে বিভেদ ও বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আসক এসব কথা জানায়। বিবৃতিতে আসক বলছে, বাংলাদেশের সংবিধান প্রত্যেক নাগরিককে নিজস্ব সংস্কৃতিচর্চা ও শিল্প-সাহিত্যে অংশগ্রহণের অধিকার দিয়েছে। দেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও সামাজিক আন্দোলনে সঙ্গীত ও শিল্প-সংস্কৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাই সঙ্গীতশিক্ষা শুধু বিনোদনের বিষয় নয়; এটি শিশুদের মানসিক বিকাশ, নৈতিক শিক্ষা, সৃজনশীলতা ও সহনশীলতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সংস্থাটি সতর্ক করেছে, সঙ্গীত শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বাতিলের দাবি শুধু সাংবিধানিক অধিকারের পরিপন্থি নয়, এটি জাতীয় সংস্কৃতিকে দুর্বল করার চেষ্টা হিসেবেও...