আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল রাতারগুল জলারবন পরিদর্শন করেছেন। বুধবার দুপুরের দিকে তিনি নৌকায় করে রাতারগুলের সৌন্দর্য ঘুরে দেখেন। উপদেষ্টা রাতারগুলের সৌন্দর্যে মুগ্ধতা প্রকাশ করেন। তখন রাতারগুলের নৌকার মাঝিদের কণ্ঠে গানও শুনেন তিনি। পরিদর্শনকালে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, “পরিবেশ সমুন্নত রেখে আরও অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। দেশের একমাত্র সোয়াম ফরেস্ট রাতারগুল। স্থানীয়দের জীবনমান উন্নয়নে পর্যটন অবকাঠামো গড়ে তুলে সরকারের তরফে সব ধরনের সহযোগিতার হাত প্রসারিত থাকবে।” এরপর বিকালে সিলেট শহরতলির গ্র্যান্ড সিলেট হোটেলের হলরুমে ‘জারিকৃত আইনগত সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ মামলা পূর্ব মধ্যস্থতার বাধ্যতামূলক বিধান’ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন আসিফ নজরুল। অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা অনেক কাজ করেছি যা বাংলাদেশের ইতিহাসে কোনোদিন হয়নি।...