কক্সবাজারের টেকনাফের সাগর উপকূল দিয়ে মানব পাচারের একটি চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি। টানা ১৪ দিনের গোয়েন্দা নজরদারি এবং অভিযানে পাচারকারী চক্রের ১২ জন আটক এবং ১১ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে বিজিবি। বুধবার রাত সাড়ে ৭টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। এর আগে, মঙ্গলবার উপকূলের বিভিন্ন পয়েন্ট দিয়ে মিয়ানমার হয়ে মালয়েশিয়ায় মানব পাচারের চেষ্টা করেছিল মালয়েশিয়া, মিয়ানমারের থাকা চক্রের মূল হোতাসহ বাংলাদেশি কয়েকজন শীর্ষ পাচারকারী। এর সূত্র ধরেই মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোর পর্যন্ত টেকনাফের গহীন পাহাড়ে পাচারকারীদের আস্তানাসহ কয়েকটি স্থানে এই অভিযান চালানো হয়। আটক ব্যক্তিরা হলো– টেকনাফের তুলতুলি এলাকার মৃত হোসেন আহমেদের ছেলে আব্দুর রশিদ (৩৫), একই এলাকার মৃত জগির আহমদের ছেলে জাহেদ (১৮), লেঙ্গুর বিলের নুর বশরের ছেলে মিজানুর...