বিশ্বের অন্যতম ভয়ানক হরর থ্রিলার বলা হয় সিনেমাটিকে! আজও দর্শকদের ঘুম হারাম করে রাখে। এখনো যখন সিনেমাটি কেউ দেখেন, ওই রাতের ঘুম সিঁকেয় উঠে! সিনেমাটি হরর জগতের এক অভূতপূর্ব ক্লাসিক হিসেবে স্বীকৃতি পেয়েছে। যে ভয়ংকর সিনেমাটির কথা বলা হচ্ছে, তার নাম ‘দ্য এক্সরসিস্ট’ (১৯৭৩)। ৫০ বছরের বেশী সময় আগে নির্মিত এই সিনেমাটি মুক্তি পেয়েছিলো মাত্র ২৫টি থিয়েটারে! এই সময়ের হিসেব অনুযায়ী ছবির বাজেট ছিলো মাত্র ১০৪ কোটি টাকা! আর কতো আয় করেছিলো জানেন? শুনলে চোখ রীতিমত কপালে উঠবে! ১০০ কোটি বাজেটে নির্মিত সেই সময়ের এই সিনেমাটি বক্স অফিসে আয় করেছিলো প্রায় চার হাজার কোটি টাকা! ছোট্ট মেয়ে রিগান ম্যাকনেইল একটি দানবীয় শক্তির আক্রমণে অধঃপতিত হয়। তার মা, অভিনেত্রী ক্রিস ম্যাকনেইল, দুইজন পাদরি এবং অভিজ্ঞ এক্সরসিস্ট ফাদার মেরিনের সাহায্যে মেয়েটিকে উদ্ধার...