সম্প্রতি সৌদি আরবের সঙ্গে বৈঠক করেছে ইরান। রিয়াদে সৌদি যুবরাজের সঙ্গে বৈঠকে অর্থনৈতিক, আঞ্চলিক এবং প্রতিরক্ষা সহযোগিতা জোরদার নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি। তিনি উল্লেখ করেন, ভবিষ্যতের সহযোগিতা আরও কাঠামোবদ্ধ ও সুসংগঠিত রূপ নেবে। রিয়াদ সফরের ফাঁকে লারিজানি জানান, মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তার বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক বিশেষ গুরুত্ব পেয়েছে। বর্তমানে দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের স্তর নিম্ন পর্যায়ে রয়েছে এবং নির্দিষ্ট কিছু বাধা দূর করার প্রয়োজনীয়তা রয়েছে বলেও তিনি মনে করেন। লারিজানি আরও জানান, দুই পক্ষ আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছে এবং অঞ্চলে স্থিতিশীলতা জোরদার করার উপায় নিয়ে মতবিনিময় করেছে। প্রতিরক্ষা সহযোগিতার প্রসঙ্গে লারিজানি বলেন, আলোচনায় এ ক্ষেত্রের সহযোগিতা সম্প্রসারণের পথও খোঁজা হয়েছে। নির্ধারিত কার্যকরী গ্রুপগুলোর মাধ্যমে এসব প্রচেষ্টা এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত...