১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০১ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৩ পিএম বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, যারা বলে নির্বাচন হতে দেবে না, তারা আসলে জনগণের বিপক্ষে কথা বলছে। এটি একটি ফ্যাসিবাদী মানসিকতা ও চরিত্রের পরিচয়। বাংলাদেশের মানুষ গত ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রাম করে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে। মানুষ একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায়। সেই নির্বাচনের মাধ্যমে তারা তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে চায়। এই ব্যবস্থা তৈরি করা সরকারের দায়িত্ব। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সেখানে সাংবাদিকদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। ডাকসু ও জাকসু নির্বাচন নিয়ে সমালোচনা করে টুকু বলেন, আমরা দেখেছি, কিছু উগ্র সংগঠন নিজেদের পুরোনো রূপ বদলে আবারও অনিয়মের পথে হাঁটছে। টাঙ্গাইল সদর উপজেলার...