নিজ নির্বাচনী এলাকার গরীব মানুষের মধ্যে মাত্র ১০ টাকা কেজিতে ইলিশ মাছ বিক্রির ঘোষণা দিয়েছিলেন ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রায়হান জামিল। তাঁর এই ঘোষণায় ব্যাপক সাড়া পড়ে। কিন্তু বিপুল সংখ্যক মাছ প্রত্যাশী চলে আসায় বিশৃঙ্খলা তৈরি হয়। এক পর্যায়ে নিজের নিরাপত্তা ঝুঁকি তৈরি হলে ইলিশ মাছ ফেলে পালাতে হয় এই এমপি প্রার্থীকে! রায়হান জামিল মঙ্গলবার বেলা ১১টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ইলিশ বিক্রির কর্মসূচি দিয়েছিলেন। সেখানে অতিরিক্ত জনতার ভিড় আর হট্টগোল বেঁধে গেলে এই কর্মসূচি ভণ্ডুল হয়। জানা যায়, রায়হান জামিল মাত্র ১০ টাকা কেজিতে ইলিশ বিক্রির ঘোষণা দিয়ে মাইকিং করেন। এই মাইকিং শুনে বিভিন্ন গ্রাম থেকে প্রায় ১ হাজার মানুষ সেখানে জড়ো হয়। কিন্তু পর্যাপ্ত মাছ না...