নেপালের সাম্প্রতিক জেন-জি আন্দোলনে আহত যুবক বিজয় অধিকারী ৬টি গুলি খেয়ে বর্তমানে নেপালের রাজধানী কাঠমান্ডুর ন্যাশনাল ট্রমা সেন্টার চিকিৎসাধীন। তিনি মন্তব্য করেছেন, এভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াটাই হয়তো সহজ ছিল। শুধু ডান পায়েই ৬টি গুলি লেগেছে তার।নেপালের সংবাদমাধ্যমখবরহাবএক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।উচ্চ মাধ্যমিক পাস করে জাপান যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বিজয়, যিনি তিন ভাইয়ের মধ্যে সবার ছোট। কিন্তু ৮ সেপ্টেম্বরের জেন-জি আন্দোলনে পুলিশের গুলি ই যেন তার জীবনকে দুঃস্বপ্নে পরিণত করে। প্রথম দিনের বিক্ষোভেই তার ডান পায়ে গুলি লাগে। একটি দুটি নয়, ৬টি গুলি বিধেছে তার পায়ে।কোনো ক্ষোভ থেকে নয়, বরং বিবেকের টানে যোগ দিয়েছিলেন আন্দোলনে। আগে একটি দুর্ঘটনায় পা ভেঙেছিল তার, এবার সেই একই পা গুলিতে ক্ষতবিক্ষত হয়েছে। এরপরও দমে যাননি তিনি । বিজয় বলেন, প্রতিহিংসা থেকে নয়, দুর্নীতি...