বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও ডেলটা লাইফ সায়েন্সেস পিএলসি’র মধ্যে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এনএসইজেড) ৩০ একর জমি বরাদ্দের জন্য লিজচুক্তি সই হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর বেজা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উভয় পক্ষের প্রতিনিধিরা এ চুক্তি সই করেন। ডেলটা ফার্মা লিমিটেডের সহপ্রতিষ্ঠান ডেলটা লাইফ সায়েন্সেস প্রায় ৩১ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে অত্যাধুনিক উৎপাদন সুবিধা গড়ে তুলবে। প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ৭০০ জনের প্রত্যক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে। চুক্তি সই অনুষ্ঠানে বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, “জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল বিনিয়োগকারীদের জন্য এক অনন্য সুযোগ তৈরি করেছে। ফার্মাসিউটিক্যালস খাত থ্রাস্ট সেক্টর হিসেবে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে। ডেলটা লাইফ সায়েন্সেসের এই বিনিয়োগ দেশের ওষুধ শিল্পকে বৈশ্বিক প্রতিযোগিতায় নতুন উচ্চতায় নিয়ে যাবে।” ডেলটা ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. জাকির...