গুগলের অধীন বিশ্বের জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। এটি বিনোদনের অন্যতম মাধ্যম। ভিডিও দেখার পাশাপাশি ইউটিউবে নিজস্ব চ্যানেল খুলে আয় করেন অনেকে। কিন্তু তবে জনপ্রিয়তা না পাওয়ায় অনেক সময় দেখা যায় চ্যানেলে শত শত ভিডিও আপলোড করেও ভিউ নেই। ফলে যারা কনটেন্ট ক্রিয়েটর তারা হতাশ হয়ে যান।তবে বেশ কিছু বিষয় মেনে চললে ইউটিউব চ্যানেল দ্রুত জনপ্রিয় করা যায়। ইউটিউব চ্যানেল দ্রুত জনপ্রিয় করার আট কৌশল জেনে নেওয়া যাক—সঠিক বিষয় নির্বাচননিজের পছন্দের বিষয় নিয়ে কনটেন্ট বানানো যায় ইউটিউবে ৷ তবে তার আগে খেয়াল রাখতে হবে নির্দিষ্ট বিষয়ে যেন যথেষ্ট অভিজ্ঞতা থাকে। উদাহরণস্বরূপ, আপনি যদি শিক্ষক হন তবে শিক্ষার্থীদের উপযোগী টিউটরিয়াল তৈরি করুন। ফলে সহজেই তা শিক্ষার্থী ও অভিভাবকের কাছে পৌঁছে যাবে ৷ এভাবে প্রযুক্তি, রান্না, গেমিং ও ভ্রমণ বিভিন্ন বিষয়ে ভিডিও...