১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৩ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৩ পিএম পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। এই সিরিজ দিয়ে আসন্ন আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি সাড়বে বাংলাদেশ ও আফগানিস্তানের যুবারা। এখনও সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়নি। তবে ২৫ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত সিরিজটি অনুষ্ঠিত হবে। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের আগে একটি প্রস্তুতিমূলক ম্যাচও খেলবে আফগান যুবারা। ইংল্যান্ড সফর শেষে বিশ্রামে আছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়রা। ঐ সফরে ইংল্যান্ডের যুবাদের সাথে ওয়ানডে সিরিজ ১-১ সমতায় শেষ করে বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচ মাঠে গড়ালেও বৃষ্টির কারণে শেষ তিন ম্যাচ ভেস্তে যায়। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের সাথে এক ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ। বৃষ্টির কারণে ঐ ম্যাচও পরিত্যক্ত হয়।...