১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৫ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৫ পিএম আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নবম স্থানে উঠেছে বাংলাদেশ ক্রিকেট দল। এক ধাপ পিছিয়ে নবম স্থান থেকে দশম স্থানে নেমে গেছে আফগানিস্তান। আবু ধাবিতে এশিয়া কাপে ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মঙ্গলবার আফগানিস্তানকে ৮ রানে হারায় বাংলাদেশ। এই জয়ে এশিয়া কাপে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখে টাইগাররা। সেই সাথে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে দশম স্থান থেকে নবম স্থানে উঠে বাংলাদেশ। তবে বাংলাদেশ ও আফগানিস্তানের রেটিং সমান ২২২ করে। ভগ্নাংশের হিসেবে এগিয়ে থেকে নবম স্থানে আছে টাইগাররা। আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে আছে ভারত। তাদের রেটিং ২৭১। ২৬৬ রেটিং নিয়ে র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়া। তৃতীয় স্থানে থাকা ইংল্যান্ডের রেটিং ২৫৭। এরপর চতুর্থ থেকে অষ্টম পর্যন্ত আছে যথাক্রমে-...